ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে পাকিস্তান দাবি রামদেবের

ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে পাকিস্তান দাবি রামদেবের

শিগগিরই পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। পাক অধিকৃত কাশ্মীরসহ দেশটির দুটি প্রদেশ ভারতের সঙ্গে সংযুক্ত হবে বলে দাবি করেছেন যোগগুরু রামদেব। গত বৃহস্পতিবার ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে হরিদ্বারে পতঞ্জলি যোগপীঠে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এ সময় পাকিস্তানকে নিয়ে এ বিস্ফোরক দাবি করেন।

তিনি বলেন, বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশ ভারতের সঙ্গে সংযুক্ত হবে। বাকি অংশ পাকিস্তান হিসেবে থেকে যাবে। তিনি আরও বলেন, পাকিস্তানের অর্থনীতির সব সূচক এখন নেতিবাচক। দেশটিতে বৈদেশিক মুদ্রা, বিশেষ করে ডলারের মজুত প্রতিদিন কমছে; মূল্যস্ফীতি আকাশচুম্বী এবং সেই সঙ্গে কমছে প্রবাসী আয়। ?বর্তমানে পাকিস্তানের যা পরিস্থিতি তাতে কিছু দিনের মধ্যেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ওই দেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত