ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে সিআইএ পরিচালক

‘আগামী ছয় মাস খুবই গুরুত্বপূর্ণ’

‘আগামী ছয় মাস খুবই গুরুত্বপূর্ণ’

ইউক্রেন যুদ্ধের চূড়ান্ত ফলাফল নির্ধারণে আগামী ছয় মাস ‘খুবই গুরুত্বপূর্ণ’ হবে বলে মনে করেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উলিয়াম বিল বার্নস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সিআইএর প্রধান বলেন, যুদ্ধ কোন দিকে যাচ্ছে তা বোঝা যাবে কিছুদিন পর। কারণ রুশ প্রেসিডেন্ট পুতিন আলোচনার বিষয়ে সিরিয়াস নন। আগামী ছয় মাসেই তা নির্ধারণ হতে পারে। এর চাবি আমাদের হাতেই থাকবে বলে মনে হচ্ছে। এটি স্পষ্ট যে, তিনি ইউক্রেনে আর অগ্রসর হতে পারবেন না।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে প্রথমদিকে ইউক্রেনের খেরসন, ডনেস্ক, লুহানস্ক, খারকিভসহ বেশকিছু কৌশলগত জায়গা দখলে নেয় রুশ বাহিনী। পরবর্তীতে খারকিভ ও খেরসনের একাংশ পুনরুদ্ধার করে জেলেনস্কির সরকার। হারানো ভূখণ্ড পুনরুদ্ধারে পশ্চিমাদের অস্ত্র সহায়তায় পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, জার্মানিসহ ইউরোপের অধিকাংশ দেশই ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে।

এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন। বৃহস্পতিবার স্তালিনগ্রাদের লড়াইয়ের ৮০তম বার্ষিকী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এই তুলনা করেন। ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠানোর বিষয়ে জার্মানির সিদ্ধান্তের কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, ইতিহাস নিজেই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। পুতিন বলেন, এটি অবিশ্বাস্য, কিন্তু সত্য। আবারও আমরা জার্মান লেপার্ড ট্যাংকের হুমকিতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত