ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাত্র ৯ বছর বয়সে স্নাতক অর্জন

মাত্র ৯ বছর বয়সে স্নাতক অর্জন

মাত্র ৯ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের শিশু ডেভিড বালোগুন। সে অনলাইন কোর্স করে এই কৃতিত্ব অর্জন করে নতুন রেকর্ড গড়েছে। বিজ্ঞান ও কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রতি তার ভালোবাসাই এই কৃতিত্ব অর্জনে সহায়তা করেছে বলে জানিয়েছে সে। খবর : টাইমস নাউ নিউজ।

শুধু তৃতীয় শ্রেণিতে অধ্যয়ন অবস্থায় আনুষ্ঠানিকভাবে রিচ সাইবার চার্টার স্কুল থেকে সর্বকনিষ্ঠ হাইস্কুল স্নাতক হয়েছে ডেভিড।

নিজের অনুভূতি প্রকাশ করে সে বলে, আমি চেষ্টা করেছি, তাই এটি অর্জন করতে পেরেছি। আমার মা-বাবা এবং সাইবার চার্টার স্কুলের সহযোগিতায় আমি স্নাতক হতে পেরেছি।

সে আরও বলে, আমি এটা করতে চেয়েছিলাম কারণ আমার এটা করার ক্ষমতা ছিল। তাহলে কেন সেই ক্ষমতাগুলোকে বৃহত্তর কল্যাণের জন্য ব্যবহার করব না? নিজের স্বপ্নের কথা জানিয়ে সে বলে, আমি একজন জ্যোতির্পদার্থবিদ হতে চাই এবং ব্ল্যাকহোল ও সুপারনোভাস অধ্যয়ন করতে চাই।

৯ বছর বয়সি ডেভিড পেনসিলভানিয়া অ্যাসোসিয়েশন অব গিফটেড এডুকেশন থেকে ২০২২-এর বিশিষ্ট ছাত্র পুরস্কারেও ভূষিত হয়েছে। পড়াশোনার পাশাপাশি সে বেসবল খেলে ও কারাতে প্রশিক্ষণ নেয়।

ডেভিড এখন একজন মেনসার (বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম উচ্চ-আইকিউ সোসাইটি) সদস্য এবং বাক্স কাউন্টি কমিউনিটি কলেজের ছাত্র।

এর আগে ১৯৯০ সালে ৬ বছর বয়সী মাইকেল কার্নি নামে এক শিশু সর্বকনিষ্ঠ হাইস্কুল স্নাতকের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। পরে তিনি ১৮ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত