ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পশ্চিমবঙ্গে দেড় মাসে ভাইরাসজনিত রোগে ১১ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে দেড় মাসে ভাইরাসজনিত রোগে ১১ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে রীতিমতো উদ্বেগ তৈরি করেছে চিকেন পক্স। কলকাতাসহ রাজ্যটির বিভিন্ন জেলা থেকে এই ভাইরাসজনিত রোগে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের একমাত্র সংক্রমক ব্যাধির সুপার স্পেশালিস্ট হাসপাতাল কলকাতার বেলেঘাটা আইডি। এই হাসপাতালেই বেশির ভাগ রোগী সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছে।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর সেখানে চিকেন পক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। এবার দেখা যাচ্ছে, দেড় মাসেই সেই সংখ্যা স্পর্শ করেছে।

ভাইরাসজনিত রোগে যারা মারা গেছেন, তারা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মধুমেহ, হেপাটাইটিস-বি, ফুসফুসের বিভিন্ন সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি ভাইরাসটির দাপট রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

গত ৩ মাসে চিকেন পক্স নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছেন প্রায় ৬০ জন। জানুয়ারিতে এই রোগে মৃত্যু হয় আটজনের। চলতি মাসে মৃত্যু হয়েছে তিনজনের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত