ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চীনে আরও এক ধনী ব্যবসায়ী গুম

চীনে আরও এক ধনী ব্যবসায়ী গুম

চীনের সুপরিচিত বিলিয়নিয়ার ব্যাংকার চায়না রেনেসাঁ হোল্ডিংসের প্রধান নির্বাহী বাও ফ্যান নিখোঁজ হয়েছেন। কয়েকদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে গত বৃহস্পতিবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। চীনের প্রযুক্তি-খাতের বিনিয়োগে বাও ফ্যান শীর্ষস্থানীয় ব্রোকার। তার ক্লায়েন্টদের মধ্যে রয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি ডিডি এবং মেইটুয়ান।

বাও ফ্যানের নিখোঁজের ঘোষণা দেশটির অর্থ ও প্রযুক্তি খাতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বেইজিং সরকারের সম্ভাব্য ক্র্যাকডাউনের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ‘বাও ফ্যানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না’- কোম্পানির এমন ঘোষণার পর গত শুক্রবার তাদের শেয়ারের মূল্য পতন হয়। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাও ফ্যানের অনুপস্থিতির সঙ্গে ব্যবসা কিংবা এই গ্রুপের তৎপরতার সম্পর্ক থাকতে পারে’- এমন কোনো তথ্য কোম্পানির পরিচালনা বোর্ডের জানা নেই। বাও ফ্যান কতদিন ধরে নিখোঁজ সে বিষয়ে কিছু বলা হয়নি চায়না রেনেসাঁ হোল্ডিংসের পক্ষ থেকে। তবে, চীনা বার্তা সংস্থা কাইক্সিন সূত্রের বরাতে জানিয়েছে, কর্মচারীরা গত দুই দিন ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যবিষয়ক পত্রিকা ফোর্বস ম্যাগাজিনের খবর অনুযায়ী, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিরোধের জেরে গত কয়েক বছরে অন্তত ছয়জন বিলিয়নিয়ার কিছু সময়ের জন্য নিখোঁজ হয়েছিলেন। বেশ কয়েকটি ক্ষেত্রে তাদের দুর্নীতি, কর ফাঁকি কিংবা অন্যান্য অসদাচরণ সংক্রান্ত তদন্তের ফাঁদে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত