ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউক্রেনকে উসকে দিতে স্পাই বেলুন উড়াচ্ছে রাশিয়া

অভিযোগ যুক্তরাজ্যের
ইউক্রেনকে উসকে দিতে স্পাই বেলুন উড়াচ্ছে রাশিয়া

ইউক্রেনকে উস্কে দিতে রাশিয়া স্পাই বেলুন উড়াচ্ছে বলে ধারণা করছেন ব্রিটিশ গোয়েন্দারা। তারা বলেছেন, বেলুন দেখে কিয়েভ বাহিনী যেন ক্ষেপণাস্ত্র ছুড়ে, সে উদ্দেশ্যেই বেলুন উড়াচ্ছে রাশিয়া। মস্কো চাইছে, ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের মজুত যেন ইউক্রেনের শেষ হয়ে যায়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) গত রোববার এক গোয়েন্দা আপডেটে এ কথা জানায়।

ব্রিটিশ সামরিক কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের আকাশে বেলুনের মতো বস্তু শনাক্ত হয়েছে। বস্তুগুলো রাশিয়ান হতে পারে। ইউক্রেনীয় বাহিনী যেন তাদের গোলাবারুদগুলো ব্যবহার করে, সে চক্রান্তের অংশ হিসেবে এসব বেলুন আকাশে উড়ানো হচ্ছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, অন্তত ছয়টি বেলুন গুলি করে ভূপাতিত করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি পূর্ব ডিনিপ্রপেট্রোভস্ক এলাকায় বেলুনগুলো দেখতে পায় ইউক্রেনের বিমান বাহিনী।

এমওডি বলেছে, সম্ভবত বেলুনগুলো রাশিয়ান। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষাব্যবস্থা সম্পর্কে তথ্য পেতে এবং ইউক্রেনীয়দের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদের অপচয় করাতে এ কৌশল ব্যবহার করছে মস্কো।

সম্প্রতি বেলুন আকৃতির একটি বস্তুর দেখা মিললে, কয়েক ঘণ্টার জন্য মলদোভার আকাশসীমা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত