পশ্চিমের অস্ত্র না এলে ইউক্রেন যুদ্ধ শেষ : দাবি ইইউ’র

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইউরোপের দেশগুলো ইউক্রেনকে সহায়তায় গোলাবারুদ সরবরাহের গতি বাড়ানোর উপায় না পেলে এই যুদ্ধ ‘শেষ’ হয়ে যাবে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের শেষ দিনে এমন সতর্কবার্তা দেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেফ বোরেল। গত রোববার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

জোসেল বোরেল বলেন, আমরা জরুরি যুদ্ধের মুডে আছি। ইউক্রেন যুদ্ধের জন্য কিয়েভকে সহায়তায় গোলাবারুদের ঘাটতি দ্রুত সমাধান করতে হবে। এটি কয়েক কয়েক সপ্তাহের ব্যাপার। তা না হলে যুদ্ধ শেষ হয়ে যেতো।

আগামী ৮ থেকে ৯ মার্চ ইইউ প্রতিরক্ষামন্ত্রীদের একটি নির্ধারিত বিশেষ বৈঠকে হতে যাচ্ছে। ওই বৈঠক থেকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেয়া যেতে পারে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যগুলোর কাছে যা আছে তা ব্যবহার করতে হবে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ হুমকি মোকাবিলায় পোল্যান্ড, ফ্রান্সসহ থেকে কয়েকটি ইউরোপীয় দেশ প্রতিরক্ষা খাতে বাজেট দ্বিগুণ করেছে।

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের একবছর হতে চলছে। এর মধ্যে নতুন করে ইউক্রেনে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। এ অবস্থায় জেলেনস্কির বাহিনীর জন্য সামরিক সহায়তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রসহ মিত্রদেশগুলো। সম্প্রতি জার্মানি ও যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে যত দ্রুত ম্ভব তারা অত্যাধুনিক লেপার্ড-২ এবং আব্রামস ট্যাংক পাঠাবে ইউক্রেনে।

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তা দিয়ে আসছে পশ্চিমারা। রাশিয়াকে পরাস্ত করতে সবচেয়ে বেশি অস্ত্র দিয়েছে বাইডেন প্রশাসন। যতদিন প্রয়োজন হয় কিয়েভকে সর্বোচ্চ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন মিত্র দেশগুলোর নেতারা।