ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আইএমএফের কাছে পাকিস্তান সংকটের সমাধান নেই

আইএমএফের কাছে পাকিস্তান সংকটের সমাধান নেই

দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। ঋণে জর্জরিত দেশটি। এরইমধ্যে দেশটি খেলাপিতে পরিণত হয়েছে বলে দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এজন্য বিভিন্ন প্রতিষ্ঠান, আমলাতন্ত্র ও রাজনীতিবিদসহ সবাইকে দায়ী করেন তিনি। গত শনিবার শিয়ালকোটে একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানে তিনি বলেন, আপনারা হয়তো জেনেছেন পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে। এর মধ্যে হয়েছেও। আমরা একটি দেউলিয়া দেশে বাস করছি। খবর : ডন।

তিনি আরো বলেন, একটি স্থিতিশীল দেশ গড়তে হলে নিজের পায়ে দাঁড়ানোর বিকল্প নেই। আমাদের সমস্যার সমাধান দেশের মধ্যেই নিহিত। আইএমএফের কাছে পাকিস্তানের সমস্যার সমাধান নেই। সাবেক পিটিআই সরকারকে কটাক্ষ করে আসিফ বলেন, আড়াই বছর আগে সন্ত্রাসীদের পাকিস্তানে আনা হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত