পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৪

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৪ জন। গত রোববার রাতে পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার কালার কাহার শহরের কাছে বিয়ের অনুষ্ঠানের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

গত দুই মাসেরও কম সময়ের মধ্যে পাকিস্তানজুড়ে এটি চতুর্থ বড় সড়ক দুর্ঘটনা। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

উদ্ধারকারী কর্মী ও পুলিশ কর্মকর্তাদের তথ্যানুযায়ী, সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলে ১২ জন যাত্রী মারা যান এবং অন্য দুজন রোববার হাসপাতালে মারা যান। এছাড়া মর্মান্তিক এ দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন। অন্যদিকে, আহতদের কালার কাহারের তহসিল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চাকওয়ালের ডেপুটি কমিশনার কুরাতুলাইন মালিক ডন ডটকমকে বলেন, বিয়ের পার্টি শেষে যাত্রীরা ইসলামাবাদ থেকে লাহোরে ফিরছিল। তিনি বলেন, ইসলামাবাদণ্ডলাহোর মোটরওয়ের একটি বাঁকের মধ্যদিয়ে যাওয়ার সময় গাড়িটির ব্রেক-ফেল হয় এবং বাসটি বিপরীত দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ছয় যাত্রী গুরুতর আহত হন এবং তাদের রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়।

এদিকে, রেসকিউ ১১২২ এর জেলা ইনচার্জ ডা. আতিক আহমেদ জানান, একটি গাড়ি এখনও বাসের নিচে আটকে আছে। তিনি বলেন, বাসটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমাদের আহত ব্যক্তি ও মৃতদেহগুলো বের করে আনতে সেটি কেটে ফেলতে হয়েছে। এ ঘটনায় কালার কাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডন ডটকমের সঙ্গে আলাপকালে একজন পুলিশ কর্মকর্তা জানান, কালার কাহারের কাছে সল্ট রেঞ্জের পাহাড়ি এলাকা দিয়ে যাওয়া মোটরওয়ের বিপজ্জনক বাঁকে এ দুর্ঘটনা ঘটে। ইসলামাবাদণ্ডলাহোর মোটরওয়েতে গাড়ি চালাতে অভ্যস্ত নয়, এমন চালকরা এ ধরনের মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হন জানিয়ে তিনি বলেন, অধিকাংশ দুর্ঘটনা এই বাঁকটিতে ঘটে কারণ এটি বাঁকানো এবং ঢালু।

এদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার পর এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেন এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।