ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার পরমাণু চুক্তি স্থগিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে  রাশিয়ার পরমাণু চুক্তি স্থগিত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল মার্কিন যুক্তরাস্ট্রের সঙ্গে সর্বশেষ অবশিষ্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেছেন।

রাশিয়া এবং মার্কিন যুক্তরাস্ট্রের কাছে এখনও স্নায়ুযুদ্ধ থেকে অবশিষ্ট পারমাণবিক অস্ত্রের বিশাল অস্ত্রাগার রয়েছে।

২০১০ সালে সম্মত হওয়া ‘দ্য নিউ স্টার্ট’ চুক্তির মাধ্যমে এই সংখ্যা সীমিত করা হয়েছিল। চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি স্থগিত করেছে রাশিয়া।

পুতিন তার দেশের রাজনৈতিক ও সামরিক অভিজাতদের উপস্থিতিতে প্রদান করা ভাষণে বলেছেন, ‘আমি আজ ঘোষণা করতে বাধ্য হচ্ছি যে রাশিয়া কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তিতে তার অংশগ্রহণ স্থগিত করছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত