ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মিয়ানমারের ওপর ইইউর নতুন নিষেধাজ্ঞা

মিয়ানমারের ওপর ইইউর নতুন নিষেধাজ্ঞা

মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞারোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০২১ সালের অভ্যুত্থানের পর মিয়ানমারের কিছু সামরিক কর্মকর্তা এবং সংস্থার ওপর ষষ্ঠ দফায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। নতুন নিষেধাজ্ঞার মধ্যে নয় ব্যক্তি এবং সাতটি সংস্থা অন্তর্ভুক্ত রয়েছে। ইইউ বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনে ওই ব্যক্তি এবং সংস্থাগুলো অবদান রেখেছে। খবর ভয়েস অব আমেরিকার। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছে দেশটির জ্বালানিমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ এবং বিশিষ্ট কিছু ব্যবসায়ী যারা সরকারকে সমর্থন করেছেন। এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রকের বিভাগগুলোর উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, তাদের এবং অন্যান্য গোষ্ঠীর নথিভুক্ত তথ্যে জানা গেছে, অভ্যুত্থানের পর থেকে, সামরিক বাহিনী ‘সারা দেশে মানবতার বিরুদ্ধে বহু অপরাধ এবং যুদ্ধাপরাধ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত