ইরানে ৮৪ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পেল আইএইএ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইরান ৮৪ শতাংশ বিশুদ্ধতায? ইউরেনিয়াম সমৃদ্ধ করছে- আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) এর সন্ধান পেয়েছে, যা পারমাণবি বোমা তৈরির খুবই কাছাকাছি মাত্রা। কূটনীতিকরা একথা জানিয়েছেন। পারমাণবিক বোমা বানাতে ইউরেনিয়াম প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধ করার প্রয়োজন হয়। ইরান ২০২১ সালের এপ্রিল থেকে ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধ করছে। তিনমাস আগে তারা ফর্দো নামে দ্বিতীয় আরেকটি স্থাপনায় ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধ করা শুরু করেছে। দুইজন কূটনীতিক সোমবার বলেছেন, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করে ৮৪ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম খুঁজে পেয়েছেন। এর মধ্য দিয়ে গত রোববার ব্লুমবার্গ নিউজে প্রকাশিত প্রতিবেদনের তথ্য নিশ্চিত হওয়া গেল। ব্লুমবার্গ তাদের প্রতিবেদনে আইএইএ পরিদর্শকদের বরাত দিয়ে ইরানের ইউরেনিয়াম ৮৪ শতাংশ সমৃদ্ধ করার কথা জানিয়েছিল। বিষয়টি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে আইএইএ। ইরান ইচ্ছাকৃতভাবে এটি করেছে কিনা আইএইএ তা খতিয়ে দেখার চেষ্টা করছে।