ফিলিস্তিনের নাবলুসে নিহত বেড়ে ১০

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জন। নিহতদের মধ্যে অন্তত তিনজন অস্ত্রধারী এবং তিনজন বেসামরিক রয়েছেন। বুধবারের এই অভিযানে আহতের সংখ্যা শতাধিক। প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে নিহতের সংখ্যা রয়টার্সের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী নাবলুসে অভিযানের কথা নিশ্চিত করেছে। তারা বলেছে, হামলার ষড়যন্ত্রকারী সন্দেজে জঙ্গিদের আটক করতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে। গত কিছুদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘাতের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে শহরটি। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের কেউ হতাহত হয়নি।

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ দাবি করেছে, নাবলুসে তাদের দুই কমান্ডারের বাড়ি ইসরায়েলি সেনারা ঘিরে ফেললে উত্তেজনা দেখা দেয়। এতে সংঘর্ষ শুরু হলে অস্ত্রধারীরা সেখানে উপস্থিত হয়। বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং স্থানীয় যুবকরা সাঁজোয়া যানে পাথর ছুড়ে।

ফিলিস্তিনি সূত্র রয়টার্সকে বলেছে, অপর এক বন্দুকধারীসহ ইসলামিক জিহাদের দুই কমান্ডার ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন বেসামরিক রয়েছেন। এদের একজনের বয়স ৭২ বছর।

স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, অন্তত ১০২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৬ জন গুরুতর আহত।

২০২৩ সালের প্রথম দুই মাসে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জন। নিহতদের মধ্যে ১২ শিশু রয়েছে।