গুয়ানতানামো কারাগার

বিনা অভিযোগে ২০ বছর বন্দি পাকিস্তানি সহোদর

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গুয়ানতানামো বে সামরিক কারাগারে বিনা অভিযোগে ২০ বছর ধরে আটকে রাখার পর দুই পাকিস্তানি ভাইকে তাদের দেশে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বিতর্কিত কারাগারটি বন্ধ করার দিকে এগিয়ে চলেছে ওয়াশিংটন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর সন্দেহভাজনদের জন্য কিউবার একটি নৌঘাঁটিতে এটি স্থাপন করেছিল জর্জ ডব্লিউ বুশ প্রশাসন। যারা মুক্তি পেয়েছেন তারা হলেন, ৫৫ বছরের আবদুল এবং মোহাম্মদ রব্বানী ৫৩।

২০০২ সালে তাদের নিজ শহর করাচি থেকে গ্রেপ্তার করে দুই ভাইকে মার্কিন হেফাজতে স্থানান্তর করেছিল পাকিস্তানি কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তারা ওই দুজনের বিরুদ্ধে আল কায়েদা সদস্যদের আবাসন এবং অন্যান্য নিম্নস্তরের লজিস্টিক সহায়তার জন্য অভিযুক্ত করেছেন। গুয়ানতানামোতে স্থানান্তর করার আগে সিআইএ হেফাজতে থাকাকালীন নির্যাতনের অভিযোগ করেছেন ভাইরা।

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে গত শুক্রবার তাদের প্রত্যাবাসনের ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ বলেছে, বন্দি হস্তান্তর করে গুয়ানতানামো বে কারাগারটি বন্ধ করার যে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র তার প্রশংসার দাবিদার।