ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খারাপের দিকে যাচ্ছে ফিলিস্তিনের পরিস্থিতি

খারাপের দিকে যাচ্ছে ফিলিস্তিনের পরিস্থিতি

গত বুধবার পশ্চিম তীরের প্রাচীন শহর নাবলুসে এক অভিযান শুরু করে ইসরাইলের সেনাবাহিনী। ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, তাদের লক্ষ্য ছিল একটা ভবনে লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এমন তিনজনকে তারা অভিযান চালিয়ে হত্যা করেছে বলেও জানায়। কিন্তু ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ বলছে, এই অভিযানে অন্তত ১১ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে নাবলুসের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮০ জনেরও বেশি ফিলিস্তিনি। এর আগে গত মাসে পার্শ্ববর্তী জেনিন শহরে অনেকটা একই রকম অভিযানে ১০ ফিলিস্তিনি মারা যায়। সেটি ছিল ২০০৫ সালের পর পশ্চিম তীরে সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা। তবে এবারের অভিযান সেটিকেও ছাড়িয়ে গেল। নাবলুসে যখন ইসরাইলি সেনারা প্রবেশ করে এদিন সেসময় ব্যাপক বিস্ফোরণ ও গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। পরবর্তীতে ফিলিস্তিনি বন্দুকধারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পাথর ছোড়া হয় তাদের যান লক্ষ্য করে। পুরো অভিযানটি চার ঘণ্টা ধরে চলে এবং সকালের মাঝামাঝি এমন একটা সময় এটা করা হয় যখন এই প্রাচীন শহরের সংকীর্ণ রাস্তাগুলোতে মানুষ তাদের পরিবার নিয়ে কেনাকাটা করছিলেন। ফিলিস্তিনিদের প্রকাশিত ভিডিওতে দেখা যায় তরুণ যুবক যাদের কাছে কোনো অস্ত্র নেই তারা পালাতে গিয়ে গুলির শিকার হন। অনেককে মাটিতে লুটিয়ে পড়তেও দেখা যায়। নাবলুসের ফ্যাকশনাল কোঅর্ডিনেশন কমিটির কোঅর্ডিনেটর নাসর আবু জাইশ বলেন, ক্রমেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত