ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তুরস্কে ভূমিকম্প

মেয়রসহ ৬ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু

মেয়রসহ ৬ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবন নিয়ে ৬ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্তে নেমেছে দেশটির সরকার। তুর্কি বিচারমন্ত্রী বেকির বোজদাগ বলেন, ভবন নির্মাণে ঠিকাদার এবং মালিকসহ ১৮৪ জন সন্দেহভাজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। খবর : বিবিসি।

তুরস্কের যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে, সেসব জায়গায়র ভবনগুলো নিয়ে অনেক বছর ধরেই সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা। দুর্নীতি ও সরকারের নীতির কারণে অনেক ভবন অনিরাপদ। ফলে, ভূমিকম্পে ব্যাপক আকারে ধসের ঘটনা ঘটেছে। গত ৬ ফেব্রুয়ারি ভোরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ল-ভ- হয়ে যায় তুরস্কের দক্ষিণ-পূর্ব সীমান্ত অঞ্চলের কয়েক হাজার ঘরবাড়ি। পার্শ্ববর্তী দেশ সিরিয়ার উত্তরাঞ্চলেও ব্যাপক ক্ষতি হয়। বড় ধাক্কার পর আরও ৯ হাজার বার আফ্টার শক অনভূত হয়। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত