জর্ডানের মধ্যস্থতায় বৈঠকে বসতে যাচ্ছে ইসরায়েল-ফিলিস্তিন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত কয়েক মাস ধরে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। ২০২৩ সালের প্রথম দুই মাসেই প্রায় ৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। এর পাশাপাশি ফিলিস্তিনিদের হাতে নিহত হয়েছে ১০ ইসরায়েলি। খবর : আলজাজিরা। এখন আশঙ্কা দেখে দিয়েছে হামলা ও উত্তেজনা আরও বাড়তে পারে। তবে, তা যেন ছড়িয়ে না পড়ে সেটি নিশ্চিতে এগিয়ে এসেছে জর্ডান। দেশটির মধ্যস্থতায় গতকাল রোববার আলোচনায় বসার কথা ফিলিস্তিন এবং ইসরায়েলের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববারের বৈঠকটি হবে লোহিত সাগরের বন্দর নগরী আকাবে। ফিলিস্তিন-ইসরায়েল ছাড়াও এতে অংশ নেবেন যুক্তরাষ্ট্র ও মিসরের প্রতিনিধিরা। গত বুধবার ফিলিস্তিনের নাবলুসে হামলা চালায় ইসরায়েলি সেনারা। শুধুমাত্র ওই দিনই ইসরায়েলিদের গুলিতে ১১ জন প্রাণ হারান।