অটিজম জয় করে ক্যামব্রিজের অধ্যাপক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অটিজমকে জয় করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলেন যুক্তরাজ্যের ৩৭ বছর বয়সি জ্যাসন আরডে। বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হওয়া স্বপ্নের চেয়েও বড় কিছু। জন্মের ১১ বছর পর্যন্ত কথা বলতে পারেননি জ্যাসন আরডে। ১৮ বছর বয়সে কিছুটা পড়তে এবং লিখতে শিখেন। চিকিৎসকদের ধারণা ছিল, সব সময় অন্যের সহায়তা নিয়ে চলতে হবে তাকে। চিকিৎসক এবং থেরাপিস্টদের ভুল প্রমাণ করতে জীবনের লক্ষ্যের একটি তালিকা তৈরি করে মায়ের কক্ষের দেয়ালে টানিয়ে দেন তিনি। তাতে লেখা ছিল, একদিন আমি অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে কাজ করব।