ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইরানে ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার টানেল উন্মোচন

ইরানে ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার টানেল উন্মোচন

প্রথমবারের মতো ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন করেছে ইরান। গত মঙ্গলবার চলমান বিশাল সামরিক মহড়ায় ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন করে ইরান। খবর পার্সটুডের। দেশটির বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, গার্ডিয়ানস অব ভেলায়েত স্কাই-১৪০১ নামক সামরিক মহড়ায় একটি ভূগর্ভস্থ টানেল থেকে খোরদাদণ্ড৩ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বের করে আনার ভিডিও প্রকাশ করা হয়েছে। এর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের তৈরি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এই প্রথম ইরান নিজের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ভূগর্ভস্থ টানেল জনসমক্ষে প্রকাশ করল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত