ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউরোপের দরকার যুক্তরাষ্ট্রকে ছাড়া নতুন ন্যাটো

মনে করে হাঙ্গেরি
ইউরোপের দরকার যুক্তরাষ্ট্রকে ছাড়া নতুন ন্যাটো

নিজেদের প্রতিরক্ষায় ইউরোপের ন্যাটোর মতো নতুন আরেকটি সামরিক জোট গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তবে, তিনি বলেছেন, ‘নতুন ন্যাটো’ গঠিত হতে হবে যুক্তরাষ্ট্রকে ছাড়া। যেখানে মার্কিনিদের কোনো প্রভাব থাকবে না।

এছাড়া, তিনি অভিযোগ করেছেন, ইউরোপকে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। যে যুদ্ধে জয় পাওয়া যাবে না। উল্টো এটি বিশ্বযুদ্ধে গড়াতে পারে। গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ম্যাগাজিন ওয়েল্টওচের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব বলেছেন, ন্যাটোরই সদস্য দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি বলেন, সমস্যার সমাধান হবে, একটি ইউরোপিয়ান নতুন ন্যাটো তৈরির মাধ্যমে।

অরবান আরো বলেছেন, ইউরোপে ন্যাটোর পরিধি বাড়াতে যুক্তরাষ্ট্রের যে আকাঙ্খা আছে, সেটিই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধিয়েছে।

এই সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হওয়া একটি আলাপচারিতার বিষয়টিও তুলে ধরেছেন ভিক্টর অরবান। তিনি জানিয়েছেন, ইউক্রেনে সেনা পাঠানোর আগে পুতিনের সঙ্গে কথা বলেছিলেন তিনি।

সেই বৈঠকে রুশ প্রেসিডেন্ট জানিয়েছিলেন, হাঙ্গেরি ন্যাটোর সদস্য এ নিয়ে রাশিয়ার কোনো সমস্যা নেই। রাশিয়ার সমস্যা হলো জর্জিয়া এবং ইউক্রেনকে ন্যাটোর সদস্য বানানো নিয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত