বাইডেনের ক্যান্সার আক্রান্ত কোষের সফল অপসারণ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে ক্যান্সার শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়ার পর সবগুলো ক্যান্সার আক্রান্ত কোষ সফলভাবে অপসারণ করা হয়েছে। গত শুক্রবার এক প্রতিবেদনে হোয়াইট হাউজ এ তথ্য জানায়।

৮০ বছর বয়সি বাইডেনের গত বছরের রুটিনমাফিক স্বাস্থ্য পরীক্ষায় বুকের ত্বকে ধরা পড়ে ক্যান্সার কোষ। এ বছর ফেব্রুয়ারি মাসে তার বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষার সময় অপসারণ করা হয় ধরা পড়া ক্যান্সার কোষ। ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো সরানো হয়েছে। এরপর চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে। হোয়াইট হাউজের ডাক্তার ও’কোনোর দীর্ঘদিন ধরে বাইডেনের চিকিৎসকের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, সব ক্যান্সার টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে। এই মুহূর্তে আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই তার। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের ত্বকে ধরা পড়া ক্যান্সার কোষকে বলা হয় বেসাল সেল সার্সিনোমা। এ ধরনের কোষের বৃদ্ধি খুবই মন্থর, শরীরে ছড়িয়ে পড়ার প্রবণতা থাকে না।

বাইডেনের চিকিৎসক ও’কোনোর বলেন, যৌবনকালে অনেকটা সময় রোদে কাটিয়েছেন বাইডেন।