সৌদির বিশ্ববিদ্যালয়ে শেখানো হবে যোগ ব্যায়াম

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ ব্যায়াম (ইয়োগা) শেখানো ও যোগ ব্যায়ামকে পরিচিত করার উদ্যোগ নিচ্ছে সৌদি ইয়োগা কমিটি। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর যোগ ব্যায়ামের গুরুত্ব বিবেচনা করে এমন উদ্যোগ নেয়া হচ্ছে বলে গতকাল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

সৌদি ইয়োগা কমিটির চেয়ারম্যান নউফ আল-মারওয়াই জানিয়েছেন, যোগ ব্যায়াম ছড়িয়ে দিতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করবেন তারা। ‘ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশন অব নিউজ স্পোর্টস গেমস ইন ইউনিভার্সিটিস’ নামের একটি অনুষ্ঠান যোগ ব্যায়াম কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে যোগ ব্যায়ামের জনপ্রিয়তা বাড়াতে পরিশ্রম করছেন তারা।