পূর্ব বাখমুত নিয়ন্ত্রণের দাবি ওয়াগনারের

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

তুমুল লড়াইয়ের মধ্যদিয়ে ইউক্রেনের পূর্ব বাখমুত নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়ার সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার। গতকাল বুধবার টেলিগ্রামে ভয়েস রেকর্ডিংয়ে বার্তা পাঠিয়ে এমন দাবি করেন দলটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। বার্তায় তিনি বলেন, ‘ওয়াগনারের সামরিক ইউনিটগুলো পূর্ব অংশের অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। বাখমুতকা নদীর পূর্বের সবকিছুই এখনো ওয়াগনারের নিয়ন্ত্রণে।’ যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জেলেনস্কির প্রশাসন। ওয়াগনারের দাবি স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম আল জাজিরা ও সিএনএন। এর আগে গত মঙ্গলবার পূর্ব বাখমুতের একটি স্মৃতিস্তম্ভের ওপরে নিজেদের পতাকা উড়িয়ে দেয় ওয়াগনার। সিএনএনের একাধিক ফুটেজে তা দেখা যায়। ওই স্মৃতিস্তম্ভটি বাখমুতাকা নদী থেকে ৫০০ মিটার দূরে অবস্থিত। ধারণা করা হচ্ছে, নদীর পশ্চিমে নিজেদের অবস্থান সুসংহত করতে শহরের পূর্ব অংশ থেকে প্রত্যাহার করেছে ইউক্রেনীয় বাহিনী।