ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রে শিক্ষককে গুলি, শিশুর বিরুদ্ধে অভিযোগ নয়

প্রসিকিউটর
যুক্তরাষ্ট্রে শিক্ষককে গুলি, শিশুর বিরুদ্ধে অভিযোগ নয়

স্কুলশিক্ষকের হাতে ও বুকে গুলি করেছিল ৬ বছরের এক শিশু। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান শিক্ষক। এখন প্রসিকিউটর বলছে, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশুটির বিরুদ্ধে অভিযোগ আনার সুযোগ নেই বললেই চলে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। পুলিশ জানায়, ৬ জানুয়ারি রিচনেক প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগে করে বন্দুকটি নিয়ে আসে শিশুটি। শিক্ষকের নাম আবিগেইল জাওয়ারনার। ২৫ বছরের জাওয়ারনারের হাত ও বুকে গুলি লাগে। নিউপোর্ট নিউজ কমনওয়েলথের অ্যাটর্নি হাওয়ার্ড গুইন বুধবার এনবিসি নিউজকে বলেন, আমরা শিশুটির বিরুদ্ধে কোনও অভিযোগ আনব না।

তিনি বলেন, ৬ বছর বয়সির বিচার নিয়ে জটিলতা আছে। কারণ শিশুটি আইনি বিষয়গুলো এখনও বুঝে ওঠেনি। আমরা এ বিষয়টিতে তাড়াহুড়ো করতে চাইছি না।

পুলিশ আরো জানায়, নিয়ম মেনেই আগ্নেয়াস্ত্রটি কেনা হয়েছিল। শিশুর মায়ের ছিল এটি। প্রথম শ্রেণির ছাত্রের সঙ্গে ‘বিবাদ’র জেরে গুলির ঘটনা ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত