ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারসহ ৬ মামলা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারসহ ৬ মামলা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহারসহ ছয়টি অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয় তাকে। মামলার পর গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি আদালতে হাজির করা হয় দেশটির সাবেক এ প্রধানমন্ত্রীকে।

সাধারণ নির্বাচনে ক্ষমতাসীনদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ের মাত্র তিন মাসের মাথায় গ্রেপ্তার হলেন মুহিউদ্দিন ইয়াসিন। এদিন আদালত প্রাঙ্গণে তাকে সমর্থন জানাতে হাজির হন অসংখ্য মানুষ। উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতাকর্মীরাও। তাদের দাবি, রাজনৈতিকভাবে মুহিউদ্দিনকে দুর্বল করতেই এ অপচেষ্টা চালাচ্ছেন ক্ষমতাসীনরা।

সরকারি প্রকল্প থেকে আর্থিক সুবিধা গ্রহণের দায়ে বৃহস্পতিবার মুহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে এ নেতার। এর আগে অর্থ পাচারের মামলায় আরেক সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দেন দেশটির সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত