ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৬ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

৬ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

পীত সাগরে স্বল্প পাল্লার অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। গত বৃহস্পতিবার দুই কোরিয়ার মাঝে অবস্থিত অসামরিক জোনে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে পিয়ংইয়ং। গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

গতকাল দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে কোরিয়ার পশ্চিম ফ্রন্টে হোয়াসং কামান ইউনিটের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে কিছু দৃশ্য দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন, তার মেয়ে জু আয়ে ও উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র পরিচালিত দক্ষিণ কোরিয়ার দুটি প্রধান বিমানঘাঁটি ওসান ও কুনসানে প্রায় ২৮ হাজার মার্কিন সেনা রয়েছে। এর মধ্যে কুনসান ঘাঁটির অবস্থান পীত সাগরের পশ্চিম উপকূলে।

আগামী সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে কোরীয় উপদ্বীপে ১১ দিনব্যাপী ‘ফ্রিডম শিল্ড’ বা স্বাধীনতার ঢাল নামক সামরিক মহড়া শুরু করার ঘোষণা দিয়েছিল। তার আগেই পীত সাগরে দক্ষিণ কোরিয়ার অভিমুখে উত্তর কোরিয়ার চালানো এই সামরিক মহড়া দুই কোরিয়ার সম্পর্কে আরো ফাটল ধরাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

সিউলের প্রতিবেশী উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন মহড়ার বিরুদ্ধে ‘নজিরবিহীন’ দৃঢ় পদক্ষেপ নেয়ার হুমকি দেয়া হয়েছে। সামরিক মহড়া অবিলম্বে বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। সিউল-ওয়াশিংটনের সামরিক মহড়া আয়োজনকে আক্রমণের প্রস্তুতি হিসেবে দেখছে পিয়ংইয়ং।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত