ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা কর্মকর্তা হলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা কর্মকর্তা হলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা জেনারেল লি শ্যাংফুকে শীর্ষ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে চীন। গতকাল রোববার চীনের পার্লামেন্টে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে লি’র নাম ঘোষণা করা হয়। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

জানা যায়, ২০১৮ সালে রাশিয়ার প্রধান অস্ত্র রপ্তানিকারক, রোসোবোরোনেক্সপোর্টের কাছ থেকে যুদ্ধবিমান ও সরঞ্জাম কেনার জন্য লি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যা এখনো বলবৎ রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের ক্ষমতাসীন দলের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি ও প্রভাবশালী সেন্ট্রাল মিলিটারি কমিশনের ৭ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের হাতে দেশটির সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার থাকে। প্রতিরক্ষামন্ত্রী চীনের প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিত্ব করার পাশাপাশি কূটনৈতিক বিষয়গুলোরও দেখভাল করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত