ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইরানে ২২ হাজার বিক্ষোভকারী ক্ষমা পেলেন

ইরানে ২২ হাজার বিক্ষোভকারী ক্ষমা পেলেন

২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করে দিয়েছে ইরান। ক্ষমাপ্রাপ্ত এসব বিক্ষোভকারী সরকারবিরোধী প্রতিবাদণ্ডবিক্ষোভে অংশ নিয়েছিলেন। ইরানের বিচার বিভাগের প্রধান এই তথ্য জানিয়েছেন বলে গতকাল মঙ্গলবার দেশটির সরকারি বার্তাসংস্থা আইআরএনএ’র বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার মানুষকে ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ক্ষমা করেছে বলে গত সোমবার জানিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই।

এর আগে পশ্চিম এশিয়ার এই দেশটির রাষ্ট্রীয় মিডিয়া গত মাসের প্রথম দিকে জানিয়েছিল, ভিন্নমতের বিরুদ্ধে মারাত্মক দমন-পীড়নের সময় বিক্ষোভ থেকে গ্রেপ্তার হওয়া কয়েকজনসহ ‘হাজার হাজার’ বন্দিকে ক্ষমা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গোলাম হোসেইন মোহসেনি ইজেই বলেছেন, বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া ২২ হাজার জনসহ এখন পর্যন্ত ৮২ হাজার মানুষকে ক্ষমা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত