ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নেপালে একা পর্বতারোহণে নিষেধাজ্ঞা

নেপালে একা পর্বতারোহণে নিষেধাজ্ঞা

পর্বতারোহণের জন্য আরোহীদের কাছে অন্যতম প্রিয় দেশ নেপাল। তবে, দেশটির কোনো পর্বতে আর একা একা আরোহণ করতে পারবেন না কেউ। এভারেস্টে একা আরোহণে নিষেধাজ্ঞা আরোপের ৫ বছর পর যে কোনো পর্বতে একা আরোহণে নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করল দেশটির সরকার। বিশ্বের উচ্চতম আটটি পর্বতের দেশ নেপাল। শুধু উঁচু উঁচু পর্বতই নয়, পর্বতগুলোতে আরোহণের সময় দেখা মেলে নয়নাভিরাম গ্রামীণ দৃশ্যের। একা পর্বতারোহণ করতে ভালোবাসেন অনেকেই। তবে দেশটির প্রত্যন্ত অঞ্চলের পাহাড়গুলোতে আর একা ট্র্যাকিং করা যাবে না, যেতে হবে দলবল নিয়ে অথবা সঙ্গে রাখতে হবে সরকারি লাইসেন্সপ্রাপ্ত কোনও গাইডকে। দেশটির অন্যতম বৃহৎ আয়ের উৎস এই ট্র্যাকিং শিল্প। নেপাল পর্যটন বোর্ডের পরিচালক মানির লামিচানে বলেন, একা ভ্রমণ করলে বিপদের সময় সাহায্য করার মতো কেউ থাকে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত