পশ্চিমাদের আপত্তি

রুশ অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাশিয়া গত ৫ বছরে ভারতকে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে। এছাড়া, মস্কোর কাছে ১ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জামের অর্ডার দিয়েছে। গত রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্বে রুশ অস্ত্রের বৃহত্তম ক্রেতা হলো ভারত। মস্কোর কাছে বর্তমানে যে পরিমাণ অস্ত্র বানানোর কার্যাদেশ রয়েছে, তার ২০ শতাংশই ভারতের। রাশিয়ার পরেই ফ্রান্সের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত। দেশটির ২৯ শতাংশ অস্ত্রের জোগান দেয় ফ্রান্স। মাত্র ১১ শতাংশ অস্ত্র আসে যুক্তরাষ্ট্র থেকে। এদিকে, স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের (এসআইপিআরআই) এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ভারতে রুশ অস্ত্র সরবরাহ ৬২ শতাংশ থেকে নেমে ৪৫ শতাংশ হয়েছে।