ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘কানে নুডলস’ ঝুলিয়ে পুতিনের বক্তব্য শোনায় জরিমানা

‘কানে নুডলস’ ঝুলিয়ে পুতিনের বক্তব্য শোনায় জরিমানা

কানে নুডলস ঝুলিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য শুনে সেই ভিডিও প্রকাশ করায় মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে এক রুশ রাজনীতিবিদকে। গত বৃহস্পতিবার প্রায় দুই হাজার ডলার জরিমানা করা হয়েছে তাকে। রুশ মানবাধিকার পর্যবেক্ষক গোষ্ঠীর (ওভিডি ইনফো) বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্থানীয় সেই রাজনৈতিক ব্যক্তির নাম মিখাইল আবদালকিন। কানে নুডলস ঝুলিয়ে পুতিনের বক্তব্য শোনার একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন তিনি। রুশ প্রবাদ অনুযায়ী, কারো কানে নুডুলস ঝুলানোর অর্থ হলো তার সঙ্গে প্রতারণা করা হয়েছে।

এমন ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেয়া গত ২১ ফেব্রুয়ারির বক্তব্যের প্রতি বিদ্রুপের মাধ্যমে অবিশ্বাস প্রকাশ করেছেন মিখাইল। ইউক্রেন আগ্রাসনের এক বছর পূর্তির আগে ওই বক্তব্য দেন পুতিন।

চলতি মাসে সামরিক বাহিনী অথবা যুদ্ধে অংশ নেয়া কোনো সংস্থার অবমাননা বা ভুয়া তথ্য প্রচারের বিষয়ে আইন আরো কঠিন করেছে রুশ পার্লামেন্ট। শাস্তি হিসেবে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত