ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্র ও জর্ডানের মধ্যস্থতায় বৈঠকে ইসরাইল-ফিলিস্তিন

যুক্তরাষ্ট্র ও জর্ডানের মধ্যস্থতায় বৈঠকে ইসরাইল-ফিলিস্তিন

বৈরিতা অবসানে মিশরে বৈঠক বসছে ইসরাইল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)। এতে অংশ নিচ্ছে মিশর, যুক্তরাষ্ট্র এবং জর্ডানের কর্মকর্তারাও। মিশরের রিসোর্ট শহর শার্ম আল-শেখে এই বৈঠক হওয়ার কথা। গত বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র মাস রমজান। এ মাস ঘিরে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত বন্ধ রাখতেই কূটনৈতিক এ তৎপরতা চলছে বলে জানা গেছে। গত এক বছরে ইসরাইল-ফিলিস্তিনের দূরত্ব আরো বেড়েছে। ইসরাইলি সেনাবাহিনীর ঘন ঘন অভিযান এবং বিনা বিচারে হত্যায় ফিলিস্তিনিদের ক্ষোভ চরমে পৌঁছেছে। গত বছর ইসরাইলে চরম ডানপন্থি সরকার ক্ষমতায় আসার পর থেকেই আসলে আগ্রাসন বাড়ে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, একতরফা কর্মকাণ্ড ও উত্তেজনা বন্ধে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনা হচ্ছে। শান্তিপ্রক্রিয়া পুনরায় শুরুর জন্য উপযুক্ত একটি পরিবেশ তৈরিতে এ আলোচনা সহায়ক হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত