ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউক্রেনকে ৪৭০ মিলিয়ন ডলার দেবে জাপান

ইউক্রেনকে ৪৭০ মিলিয়ন ডলার দেবে জাপান

ইউক্রেনকে অফেরতযোগ্য ৪৭০ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। কিয়েভ সফরকালে গতকাল বুধবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ঘোষণার কথা জানান। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বরাত দিয়ে জাপানের সংবাদপত্র নিক্কেই জানিয়েছে, অফেরতযোগ্য সহায়তা হিসেবে ইউক্রেনকে ৪৭০ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান। এই অর্থ বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য খাতে ব্যয় করা হবে। এর আগে কিশিদা ঘোষণা করেছিল যে, জাপান কিয়েভ সরকারকে অ-প্রাণঘাতী অস্ত্র সরবরাহের জন্য ৩০ মিলিয়ন ডলার দেবে। গত মঙ্গলবার ইউক্রেন সফরে যান জাপানের প্রধানমন্ত্রী। আকস্মিক এই সফরে ফুমিও কিশিদা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতি নিজের সমর্থন ও সংহতি প্রকাশ করেন। তিনি স্বদেশ রক্ষার জন্য দাঁড়িয়ে থাকা ইউক্রেনীয় জনগণের সাহস ও অধ্যবসায়ের প্রতি নিজের শ্রদ্ধাও জানান। এর আগেও ইউক্রেনের ওপর মস্কোর আক্রমণের বিরুদ্ধে কথা বলেছিলেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা। গত বছর সতর্ক করে বিশ্বের অন্যান্য দেশগুলোর উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আজ ইউক্রেন, আগামীকাল পূর্ব এশিয়া হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত