ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের অনুপ্রবেশ

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের অনুপ্রবেশ

দক্ষিণ চীন সাগরে অবস্থিত চীনের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে মার্কিন যুদ্ধজাহাজের অনুপ্রবেশের অভিযোগ তুলেছে চীনা সামরিক বাহিনী। অভিযোগ অনুসারে, গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ের সমুদ্রসীমায় একটি মার্কিন যুদ্ধজাহাজ নজরে আসে চীনা সামরিক বাহিনীর। সতর্কবার্তা জানিয়ে সেটিকে ফেরত পাঠায় চীন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চীনের পিপলস লিবারেশন আর্মি’র (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড জানায়, মার্কিন নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিলিয়াস যুদ্ধজাহাজটি প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে জলপথে প্রবেশের পর আইন অনুসারে সতর্কবার্তা জানিয়ে সেটিকে চলে যেতে বলে তারা। পিএলএ’র মুখপাত্র তিয়ান জুনলি বলেছেন, সরকারের অনুমতি ছাড়াই চীনের সমুদ্রসীমায় মিলিয়াস যুদ্ধজাহাজটি অনুপ্রবেশ করে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত