ঋণ পেতে জ্বালানির দাম বাড়াতে যাচ্ছে পাকিস্তান

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তি করার জন্য জ্বালানির দাম বৃদ্ধি করতে হবে পাকিস্তানকে। প্রস্তাবিত জ্বালানির দাম নির্ধারণসহ চুক্তিতে উল্লিখিত কয়েকটি বিষয়ে সংস্থাটির সঙ্গে পাকিস্তান ঐকমত্যে পৌঁছানোর পরপরই ১১০ কোটি ডলারের ঋণ চুক্তিটি স্বাক্ষরিত হবে। আইএমএফের কর্মকর্তা এসথার পেরেজ রুইজ গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা করেন। সে অনুসারে, প্রতি লিটার জ্বালানি তেলের দাম ১০০ রূপি (পাকিস্তানি) করে বাড়ানো হবে। অপেক্ষাকৃত ধনী ক্রেতাদের কাছে বেশি মূল্যে জ্বালানি বিক্রি করে সেই বাড়তি অর্থ নিম্নবিত্তদের জন্য ভর্তুকি হিসেবে দেবে সরকার। পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়কে নতুন দাম নির্ধারণের জন্য ৬ সপ্তাহ সময় দিয়েছে সরকার। জ্বালানিমন্ত্রী মুসাদিক মালিক বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, শুধু ভর্তুকিই নয়, অতিরিক্ত অর্থ ত্রাণ প্রকল্পেও ব্যবহার করা হবে।

চলতি বছরের ফেব্রুয়ারির শুরু থেকে ঋণ চুক্তি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা করছে পাকিস্তান। ফেব্রুয়ারিতে দেশটির মূল্যস্ফীতির হার ছিল গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। তাই সংকট মোকাবিলায় আইএমএফের এই ঋণের জন্য মরিয়া হয়ে উঠেছে দেশটির সরকার।