ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঘুষ খাওয়ার অনুমতি চেয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে কর্মকর্তার চিঠি

ঘুষ খাওয়ার অনুমতি চেয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে কর্মকর্তার চিঠি

আর্থিক সংকটের কারণ দেখিয়ে পাকিস্তানের ফেডারেল রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা ঘুষ খাওয়ার অনুমতি চেয়ে দেশটির প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন। স্থানীয় গণমাধ্যম দ্য নেশন জানিয়েছে, পরিবার চালাতে ওই কর্মকর্তার বেতন যথেষ্ট নয় বলে তিনি প্রধানমন্ত্রীর কাছে এ আরজি জানিয়েছেন।

চিঠিতে তিনি লিখেছেন- হয় তার বেতন বাড়ানো হোক, অন্যথায় দুর্নীতি করার অনুমতি দেয়া হোক। সিএসএস (সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসেস) কর্মকর্তা হিসেবে ফেডারেল রাজস্ব বোর্ডে তিনি ৪ বছর ধরে চাকরি করছেন। মাসে ১ লাখ ২২ হাজার ৯২২ রুপি বেতন পেলেও বাড়ি ভাড়া, পরিবারের ব্যয়ভার বহন প্রভৃতি বাবদ তার ১ লাখ ১০ হাজার ৫০০ টাকা ব্যয় হয়। তিনি বলেন, বাবা ও স্বামী হিসেবেও কিছু ব্যয় মেটানোর জন্য অর্থের প্রয়োজন, যে কারণে তাকে ঘুষ খাওয়ার জন্য অনুমতি দেয়া উচিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত