ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৪ বছরেই বই লিখে বিশ্বরেকর্ড

৪ বছরেই বই লিখে বিশ্বরেকর্ড

৪ বছর বয়স! খেলাধুলা অথবা বর্ণমালা শিখে কাটে এ বয়স। ৪ বছর বয়সে এর চেয়ে বেশি কী আর করা যায়? তবে বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাত্র ৪ বছর বয়সেই পুরো একটি বই লিখেছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের সাঈদ রশিদ আলমেহেরি নামের এক শিশু। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে কম বয়সি (পুরুষ) হিসেবে বই লেখার বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে সে। তার বইটির নাম ‘দ্য এলিফেন্ট সাঈদ অ্যান্ড দ্য বিয়ার’। বইটিতে হাতি ও ভালুক এ দুটি প্রাণীর মধ্যে অপ্রত্যাশিত বন্ধুত্ব এবং রাগের ওপর উদারতার জয়ের গল্প লেখা হয়েছে। সাঈদের মা মোওজা আল দারমাকি বিশ্বরেকর্ড গড়া বইটি সম্পর্কে বলেছেন, যখন সে আমাদের গল্পটি বলে, আমরা অবাক হয়ে যাই। তার স্পষ্ট ধারণা ছিল গল্পটি কেমন হবে এবং এর মাধ্যমে সে কি বার্তা দিতে চায়।

সাঈদ শুধু বইটিই লেখেনি। সে এটির অলঙ্করণও করেছে। সংবাদমাধ্যম খালিজ টাইমসকে শিশু লেখক সাঈদ বলেছে, আমি বইটি লিখেছি এবং এটি খুবই সহজ ছিল। আমার বোন আমাকে সহায়তা করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত