তালেবানের হাতে যুক্তরাজ্যের তিন নাগরিক আটক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আফগানিস্তানে যুক্তরাজ্যের তিন নাগরিককে বন্দি করেছে তালেবান প্রশাসন। অলাভজনক প্রেসিডিয়াম নেটওয়ার্ক জানিয়েছে, আফগানিস্তানে তালেবানদের হাতে তিনজন ব্রিটিশ আটক হয়েছেন। গতকাল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রেসিডিয়াম নেটওয়ার্ক টুইটারে বলেছে, তারা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানে তালেবানের হাতে আটক ব্রিটিশ নাগরিকদের বিষয়ে কমনওয়েলথ ও আটকৃতদের পরিবারকে সহায়তা করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

টুইটারে তালেবানের উদ্দেশে প্রেসিডিয়াম নেটওয়ার্ক জানায়, ভুল বোঝাবুঝি থেকে তিনজনকে আটক করা হতে পারে। তাদের ছেড়ে দিতে তালেবানের প্রতি আহ্বান জানানো হয়েছে। ২০২১ সালে আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। এরপর থেকেই দেশটিতে ইসলামি শাসন চালু করে তালেবান প্রশাসন। ক্ষমতা দখলের পর থেকেই আফগান নারীদের কোণঠাসা করে রেখেছে তালেবান সরকার। নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ থেকে শুরু করে এনজিওতে কাজের ওপরও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তারা।