ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইরানে হিজাব পরতেই হবে

বললেন ইব্রাহিম রাইসি
ইরানে হিজাব পরতেই হবে

হিজাব ইস্যুতে ফের তোলপাড় শুরু হয়েছে ইরানে। যেসব নারী হিজাব ‘সঠিকভাবে’ পরছেন না তারা রাস্তায় নানা হেনস্তার মুখে পড়ছেন। এমন প্রেক্ষাপটে এ ইস্যুতে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, ইরানে হিজাব একটি ‘আইনি বিষয়’। এটা করা বাধ্যতামূলক। শিয়া অধ্যুষিত একটি শহরের কাছের দোকানে হিজাবহীন দুই নারীর ওপর দই নিক্ষেপ করার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ বিষয়ে কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। রাষ্ট্রীয় টেলিভিশনে রাইসি বলেন, কিছু মানুষ যদি হিজাবে বিশ্বাস করে না, তবে সেটা তাদের ভুল সিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ বিষয় হলো হিজাবের আইনি প্রয়োজনীয়তা আছে। এটা সম্পূর্ণ একটি বৈধ বিষয়। কর্তৃপক্ষ জানিয়েছে, যারা হামলার মুখে পড়েছেন তাদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত