রাহুল গান্ধীর দুই বছরের সাজা স্থগিত গুজরাট আদালতে

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর ফৌজদারি মানহানির মামলায় হওয়ায় ২ বছরের সাজা স্থগিত করেছে আদালত। পাশাপাশি এই মামলায় তাকে জামিন দিয়েছেন বিচারক। আপিল শুনানির দিন ঠিক হয়েছে ১৩ এপ্রিল। শুনানির পর তার সাজার বিষয়ে সিদ্ধান্ত হবে। ২০১৯ সালের একটি নির্বাচনি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপাধি সম্পর্কে মন্তব্য করার জন্য গুজরাট রাজ্যের একটি আদালত তাকে ২ বছরের কারাদণ্ড দেয়। কংগ্রেস নেতাকেও পরে এমপি হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়। বিজেপি জানায়, মামলায় যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।