অরুণাচল ইস্যুতে চীন-ভারত উত্তেজনা যা বলল যুক্তরাষ্ট্র

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

অরুণাচল প্রদেশকে এবার ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। প্রদেশটির ১১টি অঞ্চলের চীনা নতুন নামকরণ করে নিয়ে দিল্লি-বেইজিংয়ের চলমান উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে এমন ঘোষণা দিল ওয়াশিংটন। অঞ্চলগুলোকে তিব্বতের দক্ষিণাঞ্চলীয় অংশ হিসেবে দাবি করে আসছে চীন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বিবৃতিতে বলেন, ‘অনেক আগে থেকেই অরুণাচলকে ভারতের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। পুনরায় নামকরণসহ ভূখণ্ডটি দখলে চীনের যেকোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা জানাই আমরা।’ নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘এই ইস্যুতে বরাবরই ভারতের পাশে ছিলাম আমরা।’ চীনের এমন দাবির বিরোধিতা করেছে ভারতও। দেশটির সরকার বলছে, অরুণাচল ভারতের অংশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘এরকম ঘটনা আগেও ঘটিয়ছে চীন। চীনের এমন দাবি প্রত্যাখ্যান করছি আমরা। অরুণাচল প্রদেশ ভারতের অংশ আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।’