এবার জাতিসংঘের আফগান নারী কর্মীদের কাজ নিষিদ্ধ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জাতিসংঘের আফগান নারী কর্মীদের আফগানিস্তানে কাজ করা নিষিদ্ধ করেছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালিবান। সংস্থাটি জানিয়েছে, এরই মধ্যে এ সংক্রান্ত একটি আদেশও জারি করা হয়েছে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। জাতিসংঘ বলেছে, এ বিষয়ে লিখিত না বললেও তালেবান গোষ্ঠী মৌখিকভাবে জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবানরা নারীদের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান বাধা সৃষ্টি করছে। নারীদের বিরুদ্ধে নেয়া নতুন এই পদক্ষেপকে জাতিসংঘ ‘অগ্রহণযোগ্য এবং স্পষ্টভাবে অকল্পনীয়’ বলে অভিহিত করেছে। জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, আফগানিস্তানে সহায়তা সংস্থাগুলোর কাজ করার ক্ষমতাকে হ্রাস করতে এটি সর্বশেষ ঘটনা। আফগানিস্তানের ২৩ মিলিয়ন মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে কাজ করছে জাতিসংঘ।