আল আকসা মসজিদ কমপ্লেক্সে সহিংসতা নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আরব আমিরাত ও চীনের উদ্যোগে হবে এই রুদ্ধদ্বার বৈঠক। বিশ্বের পবিত্রতম জায়গাগুলোর একটি হলো আল আকসা। এ নিয়ে বহু বছর ধরে সংঘাত-সংঘর্ষ চলে আসছে। এদিকে, এই রমজানে আবারও আল আকসায় ইসরাইলি বাহিনীর হামলার ঘটনায় বিক্ষোভ হয়েছে তুরস্কে। ইসরাইলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে আরব লীগ। ২২ দেশের আঞ্চলিক জোটটির এক জরুরি বৈঠক থেকে এই নিন্দা জানানো হয়। এছাড়া ঘটনার নিন্দা জানিয়ে মালয়েশিয়া বলেছে, ইসরাইলের কর্মকাণ্ড বেআইনি। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। ইসরাইলকে জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক মহলের কাছে দাবিও জানিয়েছে দেশটি। অন্যদিকে, ফিলিস্তিনিদের বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফিলিস্তিন ইস্যুতে ইসরাইল সরকারের যে আচরণ করছে তারও কড়া সমালোচনা করেন ট্রুডো। সাংবাদিকদের তিনি বলেন, ইসরাইলে এখন যা ঘটছে তার জন্য আমরা নিন্দা জানাই। গাজা থেকে ফিলিস্তিনি জঙ্গিদের রকেট হামলারও নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, ইসরাইলি সরকারের বক্তব্যে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা তাদের বিচার বিভাগীয় সংস্কার নিয়েও উদ্বিগ্ন। আমরা আল-আকসা মসজিদের চারপাশে সহিংসতা নিয়ে উদ্বিগ্ন। ট্রুডো বলেন, আমরা দেখতে চাই ইসরাইলি সরকার তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে। ইসরাইলের অবিচল বন্ধু হিসেবে আমরা এটা চাই। ইসরাইলি সরকার যেভাবে দিক নির্দেশনা নিচ্ছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। নামাজে বাধা দেয়ার অধিকার ইসরাইলের নেই : ফিলিস্তিন আল-আকসায় হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন। একই সঙ্গে মুসল্লিদের নামাজে বাধা দেয়ার কোনো অধিকার ইসরাইলের নেই বলেও জানিয়েছে দেশটি।