ভারতে সেনাঘাঁটিতে গুলি নিহত ৪

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ভারতের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকায় একটি সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এই গোলাগুলি হয় বলে জানিয়েছে আলজাজিরা। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভাটিন্ডা সেনাঘাঁটির ভেতর এ গোলাগুলির ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এ ঘটনায় একটি অনুসন্ধান অভিযান চলমান রয়েছে। স্টেশন কুইক রিয়্যাকশন টিম মাঠে কাজ করছে। এলাকাটি ঘেরাও করে রাখা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ভোর ৪টা ৩৫ মিনিটে ঘটনাটি ঘটেছে। অনুসন্ধান চলছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, অজানা সংখ্যক বন্দুকধারী ভাটিন্ডা সেনাঘাঁটিতে এখনও উপস্থিত আছে। তাদের কাছে গোলাবারুদ ছিল। রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ছয় কিলোমিটার উত্তরে অবস্থিত ওই সেনাঘাঁটিতে বেশিরভাগ সৈন্য পরিবার নিয়ে থাকেন। এটি একটি আবাসিক সেনাঘাঁটি।