ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাকিস্তানে বন্ধ হলো সুইডিশ দূতাবাস

পাকিস্তানে বন্ধ হলো সুইডিশ দূতাবাস

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে সুইডেন। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে সুইডিশ এই দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাস বন্ধের বিষয়ে দূতাবাসের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘ইসলামাবাদের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সুইডেনের দূতাবাস দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে। অভিবাসন বিভাগ এই মুহূর্তে কোনো ধরনের আবেদন পর্যালোচনা করতে সক্ষম নয়।’ এতে আরো বলা হয়েছে, ‘এছাড়াও গেরি’স-এ আমরা আমাদের কনস্যুলেট বা আপনার বাড়ির ঠিকানায় কোনো নথি পাঠাতে পারছি না। আমরা জানি, এতে অনেকে অসুবিধার সম্মুখীন হবে তবে আমাদের কাছে আবেদনকারী এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার।’ এদিকে, দূতাবাস পুনরায় কবে খুলতে পারে সে বিষয়ে কোনও প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে। কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মাইগ্রেশন এজেন্সির সাথে যোগাযোগ করতেও বলা হয়েছে। এদিকে, দূতাবাস বন্ধ করার এই সিদ্ধান্তের কারণে সুইডেনে অধ্যয়ন করতে আগ্রহী পাকিস্তানের অনেক শিক্ষার্থী বিচলিত হয়ে পড়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত