জাপানে লাখ লাখ মৃত পাখি, মাটিচাপা দেয়ার জায়গা নেই

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বার্ড ফ্লুতে রেকর্ড সংখ্যক পাখি ও হাঁস-মুরগি মারা গেছে জাপানে। একে তো বড় ক্ষতি, তার ওপর এতসংখ্যক হাঁস-মুরগিকে মাটিচাপা দেয়ায় পর্যাপ্ত জমি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নেই।

জাপানে অক্টোবর থেকে এ পর্যন্ত ১ কোটি ৭০ লাখ পাখি এবং মুরগি মারা গেছে। এতেই ডিমের দাম বেড়েছে হয়েছে আকাশছোঁয়া। বাধ্য হয়ে কিছু রেস্তোরাঁ তাদের খাবারের তালিকা থেকে ডিম দিয়ে তৈরি খাবার বিক্রি বন্ধ করে দিয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে হাঁস-মুরগিকে হত্যা করে মাটিচাপা দিতে হবে বাধ্য হচ্ছেন স্থানীয় কর্তৃপক্ষ এবং খামার মালিকরা। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়, জমির ঘাটতির কারণে মৃত হাস-মুরগিকে চাপা দেয়া যাচ্ছে না। ২৬টি অঞ্চল এবং প্রদেশের মধ্যে ১৬টিতেই পাখিদের মাটিচাপা দেয়ার জন্য পর্যাপ্ত জমির অভাব রয়েছে।