ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এবার ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা এগিয়ে নিতে চায় চীন

এবার ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা এগিয়ে নিতে চায় চীন

দীর্ঘ প্রায় ৮ বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়েছে সৌদি আরব ও ইরান। মধ্যপ্রাচ্যের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশকে একে অপরের কাছে আনার ক্ষেত্রে ভূমিকা রেখেছে চীন। তবে এশিয়ার পরাশক্তি এই দেশটি এখানেই থামছে না।

ইরান-সৌদির পর এবার ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে বেইজিং। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরো বড় ভূমিকা রাখতে চলেছে দেশটি। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে চীন প্রস্তুত বলে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি ও ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া গতকাল মঙ্গলবার এই তথ্য সামনে আনে।

এএফপি বলেছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ইসরায়েলি ও ফিলিস্তিনি শীর্ষ কূটনীতিকদের সঙ্গে পৃথক ফোন কলে কথা বলেন এবং সেসময়ই শান্তি আলোচনা নিয়ে একথা বলেন। বেইজিং নিজেকে আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে অবস্থান পোক্ত করার লক্ষ্যে সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং এর মধ্যেই ইসরায়েল ও ফিলিস্তিনের সংকট নিরসনে শান্তি আলোচনা এগিয়ে নেয়ার ঘোষণা এলো।

সিনহুয়া এক সারসংক্ষেপে জানিয়েছে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সাথে সোমবারের ফোন কলে চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন ‘শান্তি আলোচনা পুনরায় শুরু করার পদক্ষেপগুলো’ শুরু করতে উৎসাহিত করেছেন এবং বলেছেন, ‘চীন এর জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করতে প্রস্তুত’।

অন্যদিকে কিন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকিকে বলেছেন, বেইজিং যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা পুনরায় শুরু করাকে সমর্থন করে।

উভয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন কলে ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান’ বাস্তবায়নের ভিত্তিতে শান্তি আলোচনার জন্য চীনের আগ্রহের ওপর পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং জোর দিয়েছেন বলে সিনহুয়া জানিয়েছে।

মূলত মধ্যপ্রাচ্যের চিরবৈরী দুই প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলানোয় সরাসরি অবদান রেখেছে চীন। এর ফলে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরু হবে।

সেই সঙ্গে দুই মাসের মধ্যে দুই দেশ পরস্পরের রাজধানীতে তাদের দূতাবাসও খুলবে, যা পশ্চিম এশিয়ার এই অঞ্চলের ভূ-রাজনীতিকে নতুন আকার দিতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত