ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনা মধ্যস্থতায় চীন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত অবসানে শান্তি আলোচনাকে এগিয়ে নিতে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে চীন। গত সোমবার ইসরাইল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীকে এই কথা বলেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। গত সোমবার পৃথক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি ও ফিলিস্তিনি শীর্ষ কূটনীতিকদের সঙ্গে কথা বলেন। মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুনঃস্থাপনে সফল মধ্যস্থতার পর অঞ্চলটিতে নিজের কূটনৈতিক প্রভাব আরো বৃদ্ধির দিকে এগোচ্ছে বেইজিং। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে শান্তি আলোচনা পুনরায় চালুর উদ্যোগ নিতে উৎসাহ দিয়েছেন কিন গ্যাং।