চীনে হাসপাতালে আগুন, নিহত ২১

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার দুপুরে ফেংতাই জেলার বেইজিং চাংফেং হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগুনে গতকাল বুধবার সকাল পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

সংবাদমাধ্যম আল আরাবিয়া বলছে, প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। উদ্ধার প্রচেষ্টা দুই ঘণ্টা অব্যাহত থাকে। এই সময়ের মধ্যে ৭১ জন রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে অগ্নিকাণ্ডে মোট কতজন আহত হয়েছেন বা আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। আগুনে হাসপাতালের কিছু জানালা কালো হয়ে গেছে। একটি জানালা ভেঙেও গেছে।বেইজিং ডেইলির খবর অনুসারে, শহরের শীর্ষ কর্মকর্তারা অগ্নিকাণ্ডের পরপরই হাসপাতালটি পরিদর্শন করেছেন। বেইজিং পার্টির সেক্রেটারি ইয়িন লি দ্রুত দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে এবং সংশ্লিষ্টদের জবাবদিহি করার নির্দেশ দিয়েছেন।

বুধবার এএফপির সাংবাদিকরা হাসপাতালের প্রবেশপথের বাইরে অনেক মানুষ দেখতে পেয়েছেন। সেখানে বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তা অবস্থান করছেন। তারা লোকেদের ছবি তুলতে নিরুৎসাহিত করছেন।