ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রার রেকর্ড

ভারতের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রার রেকর্ড

তীব্র গরমে বিপর্যস্ত ভারতের জনজীবন। দেশটির বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরপ্রদেশের হামিরপুর এবং প্রয়াগরাজে ৪৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। দিল্লির প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সাফদরজং অবজারভেটরি সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে, যা স্বাভাবিকের চেয়ে চার গুণ বেশি। তীব্র তাপপ্রবাহের কারণে বিপর্যস্ত পুসা এবং পিতমপুরা অঞ্চলের মানুষ। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি পর্যন্ত রেকর্ড হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, বুধবার মেঘলা আবহাওয়া এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি বিভিন্ন স্থানে তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি দিতে পারে। আইএমডি জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চলে মঙ্গলবার থেকে উত্তর-পশ্চিম সমভূমিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে বাংকা, জামুই, নওয়াদা, আওরঙ্গবাদ, সুপল, বিহার, পাটনার কয়েকটি জেলায় দুদিনের তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত